বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : চিকনগুনিয়া। এই রোগের নাম মাস খানেক আগেও এতোটা প্রচলিত ছিলনা। এখন এটি আতঙ্কের নাম। রাজধানী ঢাকাতে সাতশো’র বেশি চিনগুনিয়া রোগী সনাক্ত হলেও ঢাকার বাইরে বেশকিছু জেলায় চিকনগুনিয়ায় আক্রান্ত সম্ভাব্য ৭৫জনের তালিকা পাওয়া গেছে। তবে কুমিল্লায় এখন পর্যন্ত চিকনগুনিয়ায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া না গেলেও নগরীতে এডিস মশার ব্যাপকতার কারণে কুমিল্লা চিকনগুনিয়া ঝুঁকিতে রয়েছে। চিকনগুনিয়া প্রতিরোধ ও প্রতিকারে করনীয় শীর্ষক সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে চিকনগুনিয়ার উপর প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. যোবায়ের। তিনি বলেন, চিকনগুনিয়া ভাইরাস সংক্রমনের চিকিৎসা মূলত উপসর্গভিত্তিক। এই রোগের বিশেষ কোন ওষুধ বা টিকা নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে সেলোরজি পরীক্ষার মাধ্যমে ঢাকা মহাখালিতে অবস্থিত রোগ তত্ত¡, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে চিকনগুনিয়ার ভাইরাস সনাক্ত করা সম্ভব। চিকনগুনিয়া জ্বরের লক্ষণগুলো অন্যান্য সকল ভাইরাস জ্বরের মতোই। তবে হাড়ের জোড়ায় তীব্র ব্যথাই এই রোগের একমাত্র স্বতন্ত্র উপসর্গ। একটানা তিনদিন জ্বর ও হাড়ের জোড়ায় প্রচন্ড ব্যথা থাকলে চিকিৎসকের সরণাপন্ন হতে হবে। সেমিনারে ডেপুটি সিভিল সার্জন ডা. মো: কামাল উদ্দিন, কুমিল্লা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার শাহাদাত হোসেন বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।