Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের ঈদ পুনর্মিলনী

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশীদের সংগঠন ‘বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশন’ এর ঈদ পুনর্মিলনী গত বূধবার অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মে ফেয়ারের সেভেনথ এভিনিউর প্রি-প্রাইমারী স্কুল মাঠে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সভাপতি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার ঐবষষড় এৎড়ঁঢ় এর সিইও মুসা মানজারা। এসময় জোহানেসবার্গ হোম অ্যাফেয়ার্সের ম্যানেজার এল এম রামোনিথা ও বাংলাদেশ পরিষদের সহ-সভাপতি আমজাদ হোসেন চয়ন, সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সদস্য মোঃ আনিসুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ মকসুদ মাওলা ও মেরাজ মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বসবাসরত কিছু বাংলাদেশীর অনৈতিক কর্মকান্ডের কারনে আমাদের ভাবমূর্তী ক্ষুন্ন হচ্ছে।’ তাদের এই কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানানো হয়। এছাড়া দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে হ্জাার হাজার বাংলাদেশী অংশ নেন।- বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ