Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিন সংস্কারবিহীন সড়কে চলতে গিয়ে ঘটে দুর্ঘটনা

শ্রীফলিয়া-আশ্বদিয়া-পেরিয়া সড়ক

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের শ্রীফলিয়া-আশারকোটা-আশ্বদিয়া হয়ে পেরিয়া বাজার সড়কটি দীর্ঘ ১৮বছরেও সংস্কার না করায় সড়কটির বেহালদশা বিরাজ করছে। সড়কটিতে পিচ উঠে অসংখ্য খানা-খন্দক সৃষ্টি হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। এলাকাবাসীকে সড়কটির খানা-খন্দক দিয়ে ভোগান্তির মধ্যে নিয়মিত যাতায়াত করতে হয়। সড়কটির দৈর্ঘ্য ১ হাজার ১শ’ ৩০ মিটার। তৎকালিন সাবেক সংসদ সদস্য মরহুম জয়নাল আবেদিন ভূঁইয়ার ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৮-৯৯ অর্থ বছরে সড়কটি পাকাকরণ করা হয়। ৫ বছর পার হওয়ার পর রাস্তাটিতে পিচ উঠে অসংখ্য খানা-খন্দকের সৃষ্টি হয়। রাস্তাটির নির্মাণের ১৮ বছর পার হলেও অদ্যবধি এটি মেরামত করা হয়নি। ফলে ব্যাস্ততম এ রাস্তাটি প্রতিদিন ২/৪ টি ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। অত্র এলাকার জনগণ সড়কটি মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ