Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
মীরসরাই উপজেলার প্রাচীন নারী বিদ্যাপীঠ আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান গত বুধবার বিকাল ৪টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ে এবার শতভাগ পাশ করায় অভিবাবক শিক্ষার্থী সবাইকে অভিনন্দন জানিয়ে মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাদল এর সভাপতিত্বে ও মাষ্টার জাহাঙ্গির আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথী হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাতার সন্তান ও দাতা সদস্য জনাব নজিবুর রহমান, শিক্ষানুরাগী সদস্য জিয়াউর রহমান, প্রধান শিক্ষক আলহাজ্ব গিয়াস উদ্দিন, নাট্যকার ও লেখক মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, মাষ্টার মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক মাহফুজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আলী আহম্মদ চৌধুরী, সাবেক মেম্বার জসিম উদ্দিন, পরিচালনা সদস্য মুহাম্মদ ইব্রাহিম, সোলায়মান প্রমুখ। অনুষ্ঠানে ২০১৭ সালের বিদ্যালয় থেকে এসএসসিতে উত্তীর্ণ ৩৭জন জিপিএ ও এ প্রাপ্ত মেধাবী ও কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথীবৃন্দ। এছাড়া আগামীতে সকল মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের জন্য নানান উৎসাহমূলক আয়োজনের ঘোষনা প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ