Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কল্যাণ সমিতির নামে কুমিল্লায় ইজিবাইক থেকে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে
চারমুখি সড়ক। সব ধরণের যানবাহনের চাপ। ট্রাফিক সার্জেন্টসহ অন্তত ছয়জন ট্রাফিক পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ব্যস্ত। এরই মধ্যে চলছে টমসম ব্রিজ সড়কের দুইটি মোড়ে ইজিবাইক থেকে চাঁদাবাজি। প্রতিদিন সকাল-সন্ধ্যা রাত পর্যন্ত টোকেন দিয়ে চাঁদাবাজির এ দৃশ্যের দেখা মিলবে কুমিল্লা নগরীর ব্যস্ততম এলাকা টমসমব্রীজে। কেবল টমসম ব্রিীজেই নয় পদুয়ার বাজার বিশ্বরোড ও শাসনগাছা এলাকাতেও প্রতিদিন ইজিবাইকে চাঁদাবাজি চলছে। অটোবাইক মালিক শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির নামে নগরীর চারটি সড়ক মোড় থেকে প্রতিদিন দশ টাকা হারে ৪০ টাকা আদায় করা হয়। হিসেব অনুযায়ি ওই চারটি সড়কে চলাচলকারি প্রায় ৫ হাজার ইজিবাইক থেকে প্রতিদিন তোলা হয় দুই লাখ টাকা। রাতে ভাগ-ভাটোয়ারা হয় ওই টাকা। সমিতির দাবী অটোবাইক শ্রমিকদের কল্যাণের স্বার্থে এ ধরণের চাঁদা আদায়ের ক্ষেত্রে তাদের বৈধতা রয়েছে। কুমিল্লা নগরীর চারটি পয়েন্টে পার্কিংয়ের নামে প্রায় ৫ হাজার ইজিবাইক চালক ১০টাকার টোকেনে প্রতিদিন মোট ৪০টাকা চাঁদা পরিশোধ করছেন। অটোবাইক মালিক শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির নামে ওই চারটি সড়কে চলাচলের বাইরে অন্য সড়ক থেকেও এধরণের চাঁদাবাজি হয়ে থাকে। কুমিল্লা নগরীর টমসমব্রিজ, পদুয়ার বাজার ও শাসনগাছা এলাকা ঘুরে দেখা গেছে, এসব পয়েন্টে লোক নিয়োজিত রেখে প্রতিদিন রাস্তায় চলাচলকারি ব্যাটারিচালিত স্বল্পগতির বাহন ইজিবাইক থেকে লাখ টাকার টোকেন বাণিজ্য জমে উঠেছে। সাদা কাগজে অটোবাইক মালিক শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির নামে ছাপা কল্যাণ আদায়ের রশিদ লিখা টোকেন ইজিবাইক চালকদের হাতে ধরিয়ে দিয়ে নেয়া হচ্ছে দশ টাকা। এভাবে নগরীর চারটি পয়েন্টে ইজিবাইক চালকরা যাত্রী উঠানামা করার সময় সারদিনে চারবার ৪০টাকা দিয়ে থাকেন। নগরীর ওই চারটি সড়কে চলাচলকারি প্রায় ৫ হাজার ইজিবাইক থেকে প্রতিদিন দুই লাখ টাকা আদায় করা হচ্ছে। টোকেনে সমিতির রেজিষ্টেশন নম্বর ১৮৬৯ এবং শ্রমিক কল্যাণ বাবদ ৫ টাকা ও অন্যান্য বাবদ ৫ টাকাসহ মোট দশ টাকা লিখিতভাবে উল্লেখ থাকে। এদিকে নগরীর টমসমব্রীজের দক্ষিণ মোড়ে টোকেনে ইজিবাইক থেকে চাঁদা তোলে মোফাজ্জল ও মনির। আর টমসমব্রিজের ইপিজেডমুখি মোড়ে চাঁদা তোলে গিয়াস। তারা জানায় অটোবাইক সমিতি থেকে তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক বাবুল মিয়া বলেন, এ সমিতি রেজিষ্ট্রেশনভুক্ত। সমিতির সিদ্ধান্ত মোতাবেক ইজিবাইক থেকে চাঁদা তোলা হয়। এসবের কাগজপত্র রয়েছে। আর চাঁদা তোলার বিষয়টি জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা জানেন। এমনকি রাজনৈতিক নেতারাও অবগত রয়েছেন। শ্রমিকদের কল্যাণের স্বার্থে বৈধভাবেই ইজিবাইক থেকে চাঁদা তোলা হচ্ছে। কুমিল্লা সিটি করপোরেশন মেয়র মনিরুল হক সাক্কু জানান, নগরীর বাসটার্মিনালগুলো ইজারা দেয়া হয়েছে। কিন্তু টার্মিনালের বাইরে রাস্তায় পার্কিংয়ের নামে ইজিবাইক বা সিএনজি অটোরিকশা থেকে টোকেন দিয়ে যারা চাঁদা আদায় করছে এটা সম্পূর্ণ বেআইনি। এ ব্যাপারে পুলিশ প্রশাসন ভূমিকা রাখলে অবৈধভাবে ইজিবাইক ও সিএনজি অটোরিকশা থেকে রশিদ দিয়ে প্রকাশ্যে সড়কে চাঁদা তোলার প্রবনতা বন্ধ হয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ