Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

জনতার হাতে ১৫ মাদকসেবী আটক

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা
বোদায় ১৫ মাদকসেবীকে আটক করেছে এলাকাবাসী, পরে মুচলেকা নিয়ে আর তারা মাদক সেবন করবে না বলে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে গত বুধবার বোদা পৌর শহরের ভাসাইনগর গ্রামে। পৌর কাউন্সিলর জয়তুন নেছার নেতৃত্বে আওয়ামী লীগ নেতা কেবলা, ছাত্রলীগ নেতা রানা, মিঠু, সনেটসহ এলাকাবাসী দুপুরে ভাসাইনগর এলাকার মাদক ব্যবসায়ী মানিককে আটক করে। পরে তার মোবাইলে আড়ি পেতে বিভিন্ন এলাকা থেকে মাদক ক্রয় করতে আসা তার ১৫ সহযোগীকে আটক করা হয়। আটককৃতদের জনসম্মুখে তওবা পাঠ করিয়ে ভবিষ্যতে আর মাদক সেবন করবে না, এই মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের কাছে সোর্পদ করা হয়। এ সময় এলাকাবাসী মাদক বিক্রেতা মানিক ও তার পরিবারকে মাদক বিক্রি বন্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসা বন্ধ না করলে তাদের গ্রাম হতে উচ্ছেদ করা হবে। পৌর কাউন্সিলর জয়তুন নেছা জানান, মানিক দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংস করছে। সেই সাথে এই গ্রামের পরিবেশটিকে নষ্ট করে দিচ্ছে। তাই জনগনকে নিয়ে আজ তাকে ও তার মাদকসেবী বন্ধুদের আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ