Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজারে পুকুরে বিষ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধণ করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামে এই ঘটনা ঘটে। পুকুরের মালিক শামীম জানান, দড়িবিশনন্দী গ্রামের ৪০ জন যুবক মিলে ওই এলাকায় ১৫ বিঘা একটি পুকুরের মধ্যে ৩ বছর আগে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা শুরু করি। মাছগুলো বড় হয়ে বর্তমানের ২০ লাখ টাকার মুল্যে সমপরিমাণ হয়। কিন্তু বুধবার রাতে মাছ গুলো বিষ দিয়ে মেরে ফেলা হয়। প্রথমে ধারণা করা হয়েছিল রোগে মাছ গুলো মারা যাচ্ছে। পরে উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করা হলে মাছ গুলো বিষ দিয়ে হত্যা করা হয়েছে বলে জানান। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কামরুন্নাহার বেগম জানান, মাছ গুলো বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে। মরা মাছ গুলো পুকুরে মরে ভেসে উঠছে। মাছ গুলোর মধ্যে সিলবার, রুই, কাতল, সরপুটি, তেলাপিয়া, বাটা ও মৃগেল রয়েছে। এই ব্যাপারে পুকুরের শামীম বাদী হয়ে ওই এলাকার আমজাদ, শাহিন, এমরান ও মোমেনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি পেয়ে এ এস আই সিরাজ জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। কে জড়িত তা তদন্তে প্রমাণিত হবে। তিনি আরো জানান, বিষের গন্ধে আশ-পাশের কোন মানুষ থাকতে পারছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ