Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে গণবিচ্ছিন্ন নেতার গণসংযোগ

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার নগরকান্দা-সালথা উপজেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ উপলক্ষ্যে গণ বিছিন্ন এককালের নেতা ফরিদপুর জেলা পিডিবির আহŸায়ক মেজর অব: আতম হালিম গণসংযোগ অব্যহত রেখেছেন। ইদানিং তিনি ঘন ঘন এলাকায় এসে তার ৭/৮ জন কর্মীকে নিয়ে এ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং নগরকান্দা-সালথা উপজেলার সাধারণ জনগণ ও আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা তাকে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দিবেন। তার এই গণসংযোগ ও নির্বাচনী প্রচার প্রচারণায় ক্ষোভ প্রকাশ করেছে সালথা-নগরকান্দার আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা। ফরিদপুর জেলা আওয়ামীলীগের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ওয়ান ইলেভেনের সময় মইনুদ্দিন-ফকরুদ্দিনের সাথে যোগসাজসে শেখ হাসিনাকে ধংস করার ষড়যন্ত্রের একজন নায়ক ছিলেন আতম হালিম। তারা আরো বলেন, নেত্রী আতম হালিমের মত একজন বিশ্বাস ঘাতককে মনোনয়ন দিলে চরম ভুল করবে। আমাদের নগরকান্দা-সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কোনো বিকল্প নেই। মেজর আতম হালিমের দুই উপজেলায় কোনো গ্রহনযোগ্য নেই। এদিকে আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা জানান, ফরিদপুর জাতীয় নির্বাচনী সংসদীয় আসন ফরিদপুর-২-এ আসনে ভালো সৎ, ত্যাগী নেতার প্রয়োজন। তার কারণ হচ্ছে এ আসন থেকে আগামী সংসদ নির্বাচনে কেএম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ নির্বাচন করবেন। মেজর আতম হালিম শামা ওবায়েদের কাছে কোনো যোগ্য প্রার্থী না। মেজর অব: আতম হালিমকে আওয়ামীলীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া সঠিক হবে না। যত গনসংযোগ, প্রচার প্রচারণা করুন না কেন. তা কোনো কাজে আসবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ