রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার নগরকান্দা-সালথা উপজেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ উপলক্ষ্যে গণ বিছিন্ন এককালের নেতা ফরিদপুর জেলা পিডিবির আহŸায়ক মেজর অব: আতম হালিম গণসংযোগ অব্যহত রেখেছেন। ইদানিং তিনি ঘন ঘন এলাকায় এসে তার ৭/৮ জন কর্মীকে নিয়ে এ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং নগরকান্দা-সালথা উপজেলার সাধারণ জনগণ ও আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা তাকে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দিবেন। তার এই গণসংযোগ ও নির্বাচনী প্রচার প্রচারণায় ক্ষোভ প্রকাশ করেছে সালথা-নগরকান্দার আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা। ফরিদপুর জেলা আওয়ামীলীগের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ওয়ান ইলেভেনের সময় মইনুদ্দিন-ফকরুদ্দিনের সাথে যোগসাজসে শেখ হাসিনাকে ধংস করার ষড়যন্ত্রের একজন নায়ক ছিলেন আতম হালিম। তারা আরো বলেন, নেত্রী আতম হালিমের মত একজন বিশ্বাস ঘাতককে মনোনয়ন দিলে চরম ভুল করবে। আমাদের নগরকান্দা-সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কোনো বিকল্প নেই। মেজর আতম হালিমের দুই উপজেলায় কোনো গ্রহনযোগ্য নেই। এদিকে আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা জানান, ফরিদপুর জাতীয় নির্বাচনী সংসদীয় আসন ফরিদপুর-২-এ আসনে ভালো সৎ, ত্যাগী নেতার প্রয়োজন। তার কারণ হচ্ছে এ আসন থেকে আগামী সংসদ নির্বাচনে কেএম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ নির্বাচন করবেন। মেজর আতম হালিম শামা ওবায়েদের কাছে কোনো যোগ্য প্রার্থী না। মেজর অব: আতম হালিমকে আওয়ামীলীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া সঠিক হবে না। যত গনসংযোগ, প্রচার প্রচারণা করুন না কেন. তা কোনো কাজে আসবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।