রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে পঞ্চায়েতি বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ৮জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দক্ষিণ খুরমা ইউপির জাতুয়া গ্রামের আখলন মেম্বারও ফরিদ মিয়ার পক্ষের মধ্যে পঞ্চায়েতি বিষয় নিয়ে কথাকাটাকাটির জের ধরে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁেধ। প্রায় দু’ঘন্টাব্যাপী সংঘর্ষে দু’পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে আয়তুন নেছা, ফরিদ, ফকির আলম, আছদ্দর, গফুর, নূরুল হক, আকামত, আল আমিন সহ ৯জনকে সিলেট ওসমানী হাসপাতালে ও জাফরুল ইসলাম, আব্দুল কাহার, আছমত আলী, আব্দুর রহমান, নূর উদ্দিন, আমির, আলাল, ইসকন্দর, রাশেদ আলম, সেলিনা বেগম, রহিম, নজু, এখলাছ, সফিক মিয়া, এনামুল, সুজা, সুহেল, জাহাঙ্গীরস সহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কৈতক হাসপাতাল থেকে আব্দুল কুদ্দুছ, ইমাম হোসেন, বাহার মিয়া, মুহিবুর রহমান, হাফিজুর রহমান, রইছ মিয়া, রেজা মিয়া, খাড়ামুড়ার কদ্দুছ ও সিংচাপইড়ের শিহাবুর রহমানসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নির্মল দেব ঘটনার সত্যতা স্বীকার করে ৯ব্যক্তি আটকের কথা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।