Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মদ ও যৌন উত্তেজক ওষুধ সেবনে নিহত

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : গোয়ালন্দে বৃহস্পতিবার ভোরে যৌন উত্তেজক ওষুধ সেবনে ইকলাস হোসেন (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। সে মানিকগঞ্জ জেলার সিংগা উপজেলার বলদারা গ্রামের বাদশা মাতুব্বারের ছেলে। হাসপাতাল সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে শহিদুল ইসলাম নামে এক যুবক তার বন্ধু পরিচয় দিয়ে ইকলাসকে হাসপাতালে নিয়ে আসে। এ সময় তিনি জানান, দৌলতদিয়া যৌনপল্লীতে এসে ইকলাস প্রচুর পরিমানের দেশীয় মদ পান করার পাশাপাশি যৌন উত্তেজক ওষুধ সেবন করে অসুস্থ্য হয়ে পড়েছেন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তার শারীরিক অবস্থা খারাপ বুঝতে পেরে দ্রæত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরমর্শ দেন। কিন্তু তাদের বাড়ি মানিকগঞ্জ হওয়ায় শহিদুল তার বন্ধুকে মানিকগঞ্জ নিয়ে যাবে বলে চিকিৎসককে আপাতত ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিতে বলেন। কিছুক্ষনের মধ্যেই ইকলাসের মৃত্যু হয়। জরুরী বিভাগের চিকিৎসক ডা. সরওয়ার জাহান জানান, ওই রোগী অতিরিক্ত নেশা করার পাশাপাশি একাধিক যৌন উত্তেজক ট্যাবলেট সেবন করায় রক্তচাপ বেড়ে গিয়ে হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ