Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ার ফর দ্য প্ল্যানেট অফ দি এইপস

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


ম্যাট রিভ্স পরিচালিত সায়েন্স ফিকশন অ্যাকশন/অ্যাডভেঞ্চার ফিল্ম ‘ওয়ার ফর দ্য প্ল্যানেট অফ দি এইপস’। ‘দ্য পলবেয়ারার’ (১৯৯৬), ‘ক্লোভারফিল্ড’ (২০০৬), ‘লেট মি ইন’ (২০০৮) এবং ‘ডন অফ দ্য প্ল্যানেট অফ দি এইপস’ (২০১০) রিভস পরিচালিত অন্যান্য চলচ্চিত্র। ‘প্ল্যানেট অফ দি এইপস’ রিবুট সিরিজের তৃতীয় চলচ্চিত্র।
আগের পর্বের দুই বছরের পরের ঘটনা। বুদ্ধিমান এইপ সিজার (অ্যান্ডি সার্কিস) ক্ষমতালোভী মানব সেনাদের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়েছে। এই যুদ্ধে তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোদ্ধা নিহত হবার পর তাদের মৃত্যুর প্রতিশোধ নেবার শপথ নেয় সিজার। তারা যখন জয়ের দ্বারপ্রান্তে ঠিক তখন অশুভ কর্নেল (উডি হ্যারেলসন) তাদের পথে দাঁড়ায়। সেও এইপদের শেষ দেখার শপথ নিয়েছে। যুদ্ধে যাই ঘটুক না কেন তার ওপর নির্ভর করছে এইপ জাতি আর গ্রহের নিয়তি।
হলিউড শীর্ষ পাঁচ
১। ওয়ার ফর দ্য প্ল্যানেট অফ দি এইপস
২। স্পাইডার-ম্যান : হোমকামিং
৩। ডেস্পিকেবল মি থ্রি
৪। বেবি ড্রাইভার
৫। ওয়ান্ডার উওম্যান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ