বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের ওসমানীনগরে ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে মিরাজ মিয়া (২০) নামের কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে অজ্ঞাতনামা আরো একজন। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কের উত্তর গোয়ালাবাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত মিরাজ বান্দরবন জেলার আলীকদম উপজেলার আব্বাস কারবারীপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেটগামী মাসুদ এগেগ্রা ফুড প্রোডাক্টের (চট্র মেট্রো-উ-১১-০৩১৪) কাভার্ড ভ্যানটি উপজেলার উত্তর গোয়ালাবাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা (ঢাকা মেট্রো-ট-১৮-৫২৮৯) ট্রাকটির পিছন দিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের হেলপার মিরাজ মিয়া মারা যায়। এ সময় কাভার্ড ভ্যানের অজ্ঞাতনামা আরো একজন আহত হয়।
ওসমানীনগর থানার ওসি(তদন্ত) আনোয়ারুল ইসলাম ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে হতাহতের সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।