বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মারিয়া আফরোজ একা (২১) আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাবি সংলগ্ন কাঁটাবন এলাকায় তার বড় বোন তানিয়া আফরোজ তিথির বাসায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। মারিয়া আফরোজ একা ঝিনাইদহের কালীগঞ্জ থানাপাড়ার মৃত বাবলুর রহমান ও সলিমুন্নেছা গার্লস হাই স্কুলের শিক্ষক আফরোজা বুলবুলি ডলির ছোট মেয়ে। পারিবারিক সূত্রে বলা হয়েছে, সকালে ঘুম থেকে উঠে মারিয়া আফরোজ একা কিচ্ছুক্ষণ হাটাহাটি করে ঘরের মধ্যে ঢুকে ছিটকানি দিয়ে দেন। এরপর তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের জানালা দিয়ে মারিয়া আফরোজ একার ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পারিবারিক সূত্রে জানা গেছে, মারিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাকে ভারতেও চিকিৎসা করা হয়েছে। মানসিক ভাবে আঘাত পেয়ে তিনি এমনটি করতে পারেন। মারিয়ার বড় মামা হায়দার আলী জোয়ারদার তার ভাগ্নির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ শহরে মারিয়ার লাশ দাফন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।