Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডন মার্কা সহায়ক সরকারের রূপরেখা দেশের মানুষ মানবে না -সেতু মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ৩:৪৫ পিএম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে সংবিধানের বাইরে কোন কিছুই গ্রহণ যোগ্য হবে না। খালেদা জিয়া লন্ডন গিয়ে টেমস নদীর তীরে বসে সহায়ক সরকারের রূপরেখা করছে। তিনি বলেন, মেইড ইন লন্ডন মার্কা সহায়ক সরকারের রূপরেখা এ দেশের মানুষ মেনে নেবে না। ঈদের পর আন্দোলন শুরু প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত ১৮টি ঈদ পার হলে ও বিএনপি ১৮ মিনিট মাঠে নামতে পারেনি। তাদের সে শক্তি সামর্থ্য নেই। তিতাস নদীতে ঢেউ উঠলেও বিএনপির মরাগাঙ্গে জোয়ার আসবে না। সদস্য সংগ্রহ সম্পর্কে সতর্কতা অবলম্বনের আহবান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও সাধারণ মানুষের কাছে গ্রহণ যোগ্য নয় এমন কাউকে আপনারা সদস্য বানাবেন না। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন। জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হব শামীম, সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, মহিলা সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন, তাজ মোঃ ইয়াছিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মঈন উদ্দিন মঈন প্রমুখ।
এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর উপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ৬৯ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে প্রায় ২’শ ২০ মিটার লম্বা এ সেতুটি সড়ক ও জনপথ বিভাগ বাস্তবায়ন করছে। ১৮ মাসের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। নতুন এ সেতুর কাজ শেষ হলে রাজধানী ঢাকার সাথে বৃহত্তর সিলেট ও বন্দরনগরী চট্টগ্রামের সাথে সড়ক পথে যোগাযোগ আরো সহজ হবে। কমে আসবে যানজট। পুরাতন সেতুটির পাশেই এ সেতু নির্মাণ হচ্ছে।

 

 

 

 



 

Show all comments
  • S. Anwar ২০ জুলাই, ২০১৭, ৮:১৮ পিএম says : 0
    It is said, " A guilty mind is always suspicious." বাংলায় যাকে বলা হয়, "চোরের মনে পুলিশের ভয়।"
    Total Reply(0) Reply
  • S. Anwar ২০ জুলাই, ২০১৭, ১০:৩৪ পিএম says : 0
    যার নিজের ক্ষমতারই বিশ্বাস নেই সে দেবে আবার অন্যকে ক্ষমতার আশ্বাস.!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ