Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫৭ ধারায় যেন কেউ হয়রানির শিকার না হয় সেটি সুনিশ্চিত করা হবে -আইনমন্ত্রী

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তথ্য ও প্রযুক্তি সুরক্ষা আইনের ৫৭ ধারা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে। তবে বর্তমান রূপে থাকবে না এটি। ৫৭ ধারার অপরাধগুলো অপরাধই। সে অপরাধগুলোকে আইনের আওতায় আনতে হবে। এগুলোকে একেবারে বাদ দেয়া যায় না। তবে এ আইনে যেন কেউ হয়রানির শিকার না হয়, সেটি আমরা সুনিশ্চিত করবো। গতকাল বিকেলে রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে আইনমন্ত্রী বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলকে জানানো হয়েছে। তারেক রহমান একজন সাজাপ্রাপ্ত আসামি এবং এখন তিনি ফেরারি। তাকে দেশের ফিরিয়ে আনার ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। ফলক উম্মোচন, গাছের চারা রোপন ও বেলুন উড়িয়ে দীর্ঘ প্রতিক্ষিত বহুতল আদালত ভবন উদ্বোধন শেষে আইনমন্ত্রী আদালত প্রাঙ্গণে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা, রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা সংরক্ষিত আসনের এমপি আথতার জাহান ও আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল ইসলাম সহ রাজশাহীর বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা ও দায়রা জর্জ মুহম্মদ মাহবুব-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল-আসাদ মো. আসিফুজ্জামান। রাজশাহী আদালতে এজলাস সঙ্কট দূর করতে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পাশে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি নির্মাণ করা হলো। ভবনটি ১২ তলা হওয়ার কথা থাকলেও আপাতত তা হয়েছে ৮ তলা। এই ভবনে বিভিন্ন সুবিধাসহ রয়েছে ১০টি এজলাস। এ ভবন উদ্বোধন হবার ফলে যেমন এজলাস সঙ্কট কাটবে তেমনি ভোগান্তিও কমবে। প্রথম পর্যায়ে আট তলার নির্মাণ কাজ শেষ হয়েছে। ভবনের মোট আয়তন ৯৮ হাজার ৯৮৩ বর্গফুট। নিচতলায় ৪ হাজার বর্গফুটের পার্কিং সুবিধা রয়েছে। এছাড়াও থাকছে অত্যাধুনিক লিফট্ ব্যবস্থা। মালখানার আয়তন ২ হাজার ২৪০ বর্গফুট। দ্বিতীয় তলায় রয়েছে পুরুষ ও নারী হাজতখানা। একই তলায় রয়েছে নেজারত শাখা।
তৃতীয় তলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর এজলাস ও অফিস। এই তলাতেই থাকছে ২ হাজার ৫০ বর্গফুটের রেকর্ডরুম। চতুর্থ থেকে আটতলা পর্যন্ত বিভিন্ন আদালতের এজলাসসহ অন্যান্য সুবিধা থাকছে।
এদিকে চতুর্থ তলায় করা হয়েছে ১ হাজার বর্গফুটের সম্মেলন কক্ষ। বিদ্যুৎ সুবিধার জন্য ৫০০ কেভিএ ক্ষমতার একটি সাব-স্টেশনও বসানো হয়েছে। নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সুবিধার জন্য ১০০ কেভিএ ক্ষমতার একটি জেনারেটরও বসানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ