Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রক্সি দিতে এসে আটক ১৪ জন ভুয়া পরীক্ষার্থী

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী দুর্গাপুর ও মোহনপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রী (পাশ) ইংরেজী পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারী কলেজের ১৪ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। মোহনুপর ডিগ্রী কলেজ কেন্দ্র থেকেই ১২জন ও দুর্গাপুর ডিগ্রী কলেজ থেকে ২জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা জানান, গত মঙ্গলবার বিকেলে ইংরেজী পরীক্ষা চলাকালীন উপস্থিতির স্বাক্ষর নেয়া সময় তাদের পিতার নাম ও স্বাক্ষরের সঙ্গে অমিল পাওয়া যায়। এতে তাদের সন্দেহ হলে চ্যালেঞ্জ করা হয়। তবে এসব ভুয়া পরীক্ষার্থীরা কোনো সদুত্তর দিতে পারেনি। পরে তাদের পুৃলিশের হাতে সোর্পদ করা হয়। এরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী রাজশাহী নিউ ডিগ্রী কলেজ শিক্ষার্থী বলে জানা যায়। দুর্গাপুর দাওকান্দি বিশ্ববিদ্যালয় কলেজে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে দুইজনকে আটক করা হয়। তাদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাত ভ্রাম্যমান আদালত বসিয়ে পরীক্ষায় অন্যের প্রক্সি দেওয়ার অপরাধে ফিরোজ মাহমুদকে এক বছরের সশ্রম ও স্বপ্না পারভনিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ