Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুরে মুক্তিযোদ্ধাসহ কৃষকের মরিচ মেহগনি বাগান কেটে দিয়েছে দুবৃর্ত্তরা

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে এক মুক্তিযোদ্ধাসহ ২ কৃষকের মরিচ ও মেহগনি বাগান কেটে দিয়ে দূবৃর্ত্তরা। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিলগাথুয়া মাঠ ও পাকুড়িয়া কালিগঞ্জ মাঠে দৃবৃর্ত্তরা বৃক্ষনিধনযজ্ঞ চালিয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক ও স্থানীয়রা জানিয়েছেন, প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া পূর্বপাড়া মাঠে কৃষক সাইদুজ্জামান ফড়িংয়ের ৫ বছর বয়সী এক বিঘা জমির মেহগনি গাছ কেটে ভুমিষ্মাৎ করে। গত মঙ্গলবার সকালে কৃষক ফড়িং মাঠে গিয়ে তার মেহগনি বাগানের এ দৃশ্য দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। ক্ষতিগ্রস্থ কৃষক ফড়িং জানান, পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে তার ব্যাপক ক্ষতিসাধন করেছে। অপরদিকে একই রাতে উপজেলার একই ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা একরাম হোসেনের পাকুড়িয়া কালিগঞ্জ মাঠে ১০ কাঠা মরিচ ক্ষেত ও ৫০ টি মেগগনি গাছ কেটে দিয়েছে দূবৃর্ত্তরা। পৃথক ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ