Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্ণফুলী গ্যাসের অভিযান অব্যাহত

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো: কর্ণফুলী গ্যাসের অবৈধ সংযোগ বিছিন্ন করার অভিযান অব্যাহত আছে। নগরীর হালিশহর, চন্দনপুরা, চাক্তাই, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী এলাকায় গতকাল (বুধবার) পর্যন্ত এক সপ্তাহের অভিযানে ৬টি বাণিজ্যিকসহ অননুমোদিত সরঞ্জাম ও স্ব-উদ্যোগে রাইজার নির্মাণ করে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে ২৭ জন গ্রাহকের ২৬৭টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকারি পাওনা অর্থ আদায়সহ গ্যাস আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। সংযোগ বিচ্ছিন্নের সময় কেজিডিসিএলর ব্যবস্থাপক (ভিজিল্যান্স) প্রকৌশলী হাসান সোহরাব, ও সহকারী ব্যবস্থাপক আব্দুল মালেক এবং প্রকৌশলী মোঃ আলমগীরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ