বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী আতিফ শেখ খুনের ঘটনায় তার স্বদেশী এক সহপাঠীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার নিরাজ গুরু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-ইউএসটিসি’র ২৪তম ব্যাচের শিক্ষার্থী। ওই ব্যাচেরই শিক্ষার্থী আতিফ শেখ গত শুক্রবার নিজ বাসায় খুন হন। গতকাল (বুধবার) বিকেলে নিরাজ গুরুকে গ্রেফতারের কথা জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন ভূঁইয়া। তিনি বলেন, নিরাজকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনার আবেদন করা হবে।
গত ১৪ জুলাই রাতে আকবর শাহ থানার আব্দুল হামিদ সড়কের ছয় তলা একটি ভবনের পঞ্চম তলার বাসায় ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয় আতিফকে। ওই বাসা থেকে আতিফের সহপাঠী আরেক ভারতীয় উইলসন সিংকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আতিফ ও উইলসনকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন নিরাজ। ওই বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন নিরাজ গুরু। নিরাজের স্ত্রীও ইউএসটিসির এমবিবিএস শিক্ষার্থী। হত্যাকান্ডের চারদিন পর মঙ্গলবার ভারতের মণিপুর রাজ্য থেকে এসে থানায় মামলা করেন নিহত আতিফ শেখের বাবা আব্দুল খালেক। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা না হলেও আতিফের সহপাঠী উইলসন, নিরাজসহ ছয় ভারতীয় এবং দুই বাংলাদেশি শিক্ষার্থীকে সন্দেহের তালিকায় রাখা হয়।
পুলিশ জানায়, শুক্রবার উইলসনের কক্ষে রুম পার্টির নামে মদের আসর বসে। সেখানে নিরাজ গুরু তার স্ত্রী ছাড়াও ছয় ভারতীয় দুই বাংলাদেশী ছাত্র উপস্থিত ছিল। ঘটনার পর নিরাজ ও তার স্ত্রীসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পার্টিতে যারা ছিল তাদের সবাইকে খুনের ঘটনায় সন্দেহ করা হচ্ছে। উইলসন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। পুরো সুস্থ হওয়ার পর তাকে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।