Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চায় পরিবার

কৃতি ফুটবলার তানভীরের মানবেতর জীবন

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মোঃ আজিজুল হক টুকু, নাটোর থেকে : নাটোরের কৃতি ফুটবলার রিয়াজ আলম খান চৌধুরী তানভীর পরিচিত তানভীর চৌধুরী নামে। বয়স ৩৯। তাঁর বাড়ি নাটোরের প্রাণকেন্দ্র কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে। এক সময়ের জাতীয় দলের দাপুটে ফুটবল খেলোয়াড়। সেই ১৯৯৫ সাল থেকে ফার্স্ট ডিভিশন লীগের মাধ্যমে ক্যারিয়ার শুরু। এশিয়া কাপ খেলার মাধ্যমে ১৯৯৮ সালে জাতীয় দলে অভিষেক। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ওমান, উজবেকিস্তান, কাতার, লন্ডনসহ প্রায় ১৪টি দেশের মাটিতে জাতীয় দলের হয়ে বিভিন্ন ফুটবল টুর্ণামেন্টে অংশ নিয়েছেন তিনি। খেলতেন লেফ্ট মিড ফিল্ডার হিসাবে। মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, ফেনী সকার, ব্রাদার্স ইউনিয়ন, আবাহনী ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্রের মত নামিদামি ফুটবল টিমে খেলে তানভীর কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ২০০৫ সালে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রথম প্রতিষ্ঠার বছরেই রানার্সআপ ট্রফি জিতিয়ে দেয়া ছিল তার ক্যারিয়ার সেরা অবদান।
কিন্তু একটি সড়ক দুর্ঘটনা স্তব্ধ করে দিয়েছে দাপুটে এই খেলোয়াড়কে । ২০১৫ সালের ১৯ মে ঢাকা যাওয়ার পথে ট্রাকের সাথে সংঘর্ষে মারাত্মক আহত হন তানভীর। তার বুকে-পেটে রড ও কাঁচ ঢুকে যায়, মাথার পিছনে মারাত্মক আঘাতে তার স্মৃতি, বাক ও চলনশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
দুর্ঘটনা পরবর্তী পর্যায়ে চিকিৎসা খরচ সংকুলানের জন্য সাড়ে তের লাখ টাকা যোগাড় করা সম্ভব হয়েছিল। উপমন্ত্রী আরিফ খান জয়, বাফুফে, অলিম্পিক এসোসিয়েশন অব বাংলাদেশ, জাতীয় দলের সতীর্থ এবং দেশ ট্রাভেলস্ কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত সাড়ে ৬ লাখ এবং তানভীরের পরিবার ব্যাক্তিগতভাবে খরচ করেছে সাত লাখ টাকা। এখনও ১১ লাখ টাকা স্কয়ার হাসপাতালে দেনা আছে। তানভীর বর্তমানে এসপিআরসি এ্যান্ড নিউরোলোজী হসপিটালের নিউরো মেডিসিন ডাঃ কাজী দিল মোহাম্মদের তত্ত¡াবধানে চিকিৎসাধীন আছেন। প্রতি দুইমাস পর পর ২০ হাজার টাকা খরচ করে তাকে চিকিৎসা সেবা নিতে যেতে হয় যা তার পরিবারের পক্ষে বহন করা কষ্টসাধ্য। এ ব্যাপারে তানভীরের সহধর্মিনী শাহ্দিল-ই-আফরোজ (আলো) প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে অথবা যেকোন সরকারী প্রতিষ্ঠানে একটি চাকুরির সুব্যবস্থা করে দিলে তানভীরের চিকিৎসাসহ সংসারের খরচ মেটানো সম্ভব হতো। এছাড়াও তার বড় আশা বিদেশে নিয়ে স্বামীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারলে তাকে হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে। এ ব্যাপারে তিনি সমাজের দানশীল বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ