Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএমএমইউ ভিসির হাতে বেতারের জমির দলিল হস্তান্তর

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বেতারের জমি ও স্থাপনার দলিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খানের কাছে হস্তান্তর করেছেন। গত মঙ্গলবার বেলা ২টায় প্রধানমন্ত্রী এ দলিল হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউর চিফ এস্টেট অফিসার ডা. এ কে এম শরীফুল ইসলাম। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএমএমইউর বর্তমান প্রশাসনের বহুমুখী কার্যক্রমের ফলে দেশের চিকিৎসাসেবা, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক গবেষণায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ প্রশাসনের আমলে গবেষণায় সাফল্যের কারণে ২০১৬ সালের ডিসেম্বরে স্পেনের সিমাগো রিসার্চ গ্রুপ ও যুক্তরাষ্ট্রের স্কপাস প্রকাশিত জরিপে বাংলাদেশের ১১টি নেতৃস্থানীয় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে ৫ম স্থান এবং বিশ্ব সেরার তালিকায় ৬৪০তম স্থান অধিকার করেছে। এদিকে বাংলাদেশ বেতারের জমির দলিল বিএসএমএমইউকে হস্তান্তর করায় ভিসি ডা. কামরুল হাসান খান প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ