Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চান আব্দুল জব্বার

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৪২ পিএম, ১৯ জুলাই, ২০১৭

বিনোদন রিপোর্ট: স্বাধীনতা পদক ও একুশে পদক প্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুল জব্বার কিডনি, হার্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উন্নত চিকিৎসার্থে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাতে চান। এজন্য অনেক অর্থের প্রয়োজন। তার পরিবারের পক্ষে এত অর্থ যোগান দেয়া সম্ভব নয়। এ ব্যাপারে তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পীর চিকিৎসাবাবদ ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। পাশে বেশ কয়েকজন বিত্তশালীও এগিয়ে আসেন। তবে তার চিকিৎসার জন্য তা পর্যাপ্ত নয়। এজন্য উন্নত চিকিৎসার্থে তিনি সিঙ্গাপুরে যেতে চান। উল্লেখ্য, হাসপাতালে ভর্তি হবার পর আবদুল জব্বার আক্ষেপ করে বলেছিলেন, যখন লাইফ সাপোর্টে থাকব তখন অনেকে দেখতে আসবেন। মারা গেলে শহীদ মিনারে রাখা মরদেহে ফুল দেবেন। আমার এসব দরকার নেই। আমি আরো কিছুদিন বাঁচতে চাই। এজন্য আমার কিছু টাকা দরকার। কিছু টাকা দিয়ে আমায় সহযোগিতা করুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ