প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: সেন্সর বোর্ড সদস্যদের ভুয়সী প্রশংসা নিয়ে আনকাট সেন্সর ছাড়পত্র পেল জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েবের সোনাবন্ধু সিনেমাটি। গত রোববার সিনেমাটি সেন্সর বোর্ড সদস্যরা দেখেন। সিনেমাটি দেখে তারা প্রশংসার পাশাপাশি মন্তব্য করেন, আমাদের দেশীয় সংস্কৃতির সমৃদ্ধ এমন উপাখ্যান নিয়ে সিনেমা নির্মিত হওয়া উচিত। সিনেমা শিল্পকে বাঁচাতে এ ধরনের সিনেমা বেশি বেশি নির্মিত হওয়া খুবই প্রয়োজন। এতে চলচ্চিত্রের দৈন্যদশা কেটে যাবে। ডি এ তায়েব বরেন, সেন্সর বোর্ড সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন। সিনেমাটি কাটছাঁট ছাড়া ছাড়পত্র পাওয়ায় খুব ভালো লাগছে। আমরা ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছি। তিনি বলেন, সিনেমাটি নির্মাণ করতে গিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি। একটি ভাল সিনেমা দর্শকদের উপহার দেয়ার জন্য যে ধরনের প্রস্তুতি নেয়া দরকার আমরা তার সবই নিয়েছিলাম। আশা করছি, দর্শক সিনেমাটি দেখে আনন্দিত ও আবেগাপ্লুত হবেন। সিনেমাটিতে ডি এ তায়েবের বিপরীতে অভিনয় করেছেন পপি ও পরীমণি। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত সোনাবন্ধু ফোক ধাঁচের গল্পে নির্মিত। সিনেমায় পরীমণি গ্রামের একজন সহজ-সরল তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে ডি এ তায়েবকে একজন বাউলের চরিত্রে দেখা যাবে, যিনি লালনের গান করেন। শুভ টেলিফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য করেছেন ম. ম. রুবেল। গানে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, মমতাজ, সালমাসহ আরো অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।