Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে আ.লীগের হামলা-গাড়ি ভাঙচুর, আহত ১০

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৭, ৩:৫৬ পিএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে সদস্য ফরম বিতরণকালে হামলা চালিয়েছে যুবলীগ কর্মীরা। এতে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ অন্তত ১০জন আহত হয়েছেন। এছাড়া শহিদুল ইসলামের ব্যবহৃত প্রাইভেট কার ও ৪টি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ হামলা চালানো হয়।

আহতরা হলেন- মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রসিদ, এনটিভি ক্যামেরা পারসন আশিকুজ্জামান সারপুসহ ১০জন।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হক জানান, বেলা ১২ টার দিকে আমরা যখন উপজেলা বিএনপির কার্যালয়ে সদস্য ফরম বিতরণ করছিলাম। তখন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান ছন্দ ও যুবলীগ নেতা তাপসের নেতৃত্ব যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপরে হামলা চালায়। এসময় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ ১০জনকে আহত করে। সেই সাথে শহিদুল ইসলামের ব্যবহৃত প্রাইভেট কার ও ৪টি মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া বেসরকারি টিভি চ্যানেল এনটিভি ক্যামেরা পারসন আশিকুজ্জামান সারপুকে মারধর করে এবং ক্যামেরা কেড়ে নিয়ে ফেলে দেয়।

এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজ্বী এনামুল হকের মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি কার্যালয়ে যুবলীগের কর্মীরা হামলা চালায়। এসময় হাতাহাতির ঘটনা ঘটে। তবে কার নেতৃত্বে হামলা চালিয়েছে তা জানেন না ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ