Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৭, ৩:১১ পিএম

রাজশাহীর পবায় পানিতে ডুবে সুমি আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ঘোষপুকুর বিল নেপালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুমি ওই গ্রামের বাবুল আক্তারের মেয়ে। সে সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

সুমির নানা রফিজ উদ্দিন জানান, একই গ্রামে বাড়ি হওয়ার কারণে সুমি আক্তার তাদের বাড়িতেই থাকতো। প্রতিদিনের মতো বুধবার সকালে সুমি স্কুলে যাওয়ার প্রস্তুতি হিসেবে পাশের খালে গোসল করতে নামে। কিন্তু সুমি পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করে সুমিকে উদ্ধার করতে পারেনি। পরে পাশের একটি ব্রিজের কাছে সুমির লাশ ভেসে ওঠে। এ সময় তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়া হয় বলে জানান রফিজ উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ