বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া তথা উত্তরাঞ্চলের বর্ষীয়ান ও বরেণ্য আলেমে দ্বীন বড় মসজিদ নামে সমধিক পরিচিত বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের অবসরপ্রাপ্ত খতীব আলহাজ হযরত মাওলানা মো. মোজাম্মেল হক (বড় হুজুর) গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় স্থানীয় সামসুন্নাহার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আলহাজ হযরত মাওলানা মো. মোজাম্মেল হক (বড় হুজুর) বগুড়া তথা সমগ্র উত্তরাঞ্চলে একজন হক্কানি আলেম হিসেবে সব মহলের শ্রদ্ধা অর্জন করেছিলেন । তিনি ফুরফুরা দরবার শরীফের অনুসারীও ছিলেন ।
মরহুমের নামাজে জানাজা আজ বুধবার প্রথমে বগুড়া শহরের সুত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর তাঁর নিজ গ্রাম বড় কুমিরা দক্ষিণ পাড়ায় ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে। মরহুমের ইন্তেকালের খবরে বগুড়ায় শোকের ছায়া নেমে এসেছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।