Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিসি নিয়োগের দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে অফিসার্স এসোসিয়েশন এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অফিসার্স এসোসিয়েশনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডীন মোঃ সিরাজুল ইসলাম, ডীন মোঃ শাহীন উদ্দিন, রেজিষ্ট্রার ড. মোঃ তৌহিদুল ইসলাম, পরিচালক (প্লানিং) মোস্তফা কামাল. কন্ট্রোলার ড. মোঃ মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী আবু তালেব, মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদৎ আল হারুন প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, বিশ^বিদ্যালয় এ্যাক্ট অনুযায়ী আমাদের বিশ^বিদ্যালয়ের সকল কার্যক্রমের অভিভাবক হলেন ভাইস চ্যান্সেলর। ভাইস চ্যন্সেলরের স্বাক্ষর ব্যতীত সেমিস্টার ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা যায় না এবং পরীক্ষার ফলাফল প্রকাশ না করা হলে পরবর্তী সেমিস্টার পরীক্ষা নেওয়া যায় না। অনেক শিক্ষার্থীর স্কলারশীপ আটকে আছে পরীক্ষার ফলাফল প্রকাশের উপর। ফলে একাডেমিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।
শিক্ষকরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট দ্রæত ভাইস চ্যান্সেলর নিয়োগ দানের মাধ্যমে সকল সংকট নিরসনের দাবি জানান।
উল্লেখ্য, চলতি বছরের ৩ মে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের চার বছর মেয়াদ শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ