বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীতে হঠাৎ শুরু হওয়া পুলিশি অভিযানে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। গতকাল (মঙ্গলবার) বিশেষ অভিযানের প্রথম দিনে বিকেল পর্যন্ত ১৬০টি যানবাহন আটক করা হয়। এর মধ্যে বেশিরভাগই বাস-মিনিবাসসহ গণপরিবহন। সকালে অভিযান শুরু হলে রাস্তা থেকে সরে যেতে শুরু করে গণপরিবহন। দুপুর নাগাদ নগরীতে গণপরিবহনের সংখ্যা কমে যায়। বিকেলে অফিস ছুটি শেষে ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগের মুখোমুখি হতে হয়। বিশেষ করে চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, কালুরঘাট শিল্পএলাকাসহ বিভিন্ন কল-কারখানার শ্রমিকেরা বিপাকে পড়েন। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হয়, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে। এদিকে অভিযানের মুখে রাস্তায় নামেনি বেশিরভাগ পরিবহন। পরিবহন শ্রমিক ও মালিকরা অভিযান বন্ধ না হলে ধর্মঘটের হুমকি দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।