বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : মহাসড়কে নিষিদ্ধ অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ছয়দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আভ্যন্তরীন যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে গত সোমবার রাতে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ লাগাতার ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে ব্রাহ্মণবাড়িয়া থেকে দূরপাল্লার কিংবা আভ্যন্তরীণ রুটের বাস চলাচল করেনি। গতকাল মঙ্গলবার সকাল থেকে এ ধরণের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন। এছাড়া বিভিন্ন পথে ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাক চলাচলও বন্ধ রয়েছে। খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি মো. ইউনুস মিয়া জানান, সকালের দিকে আশুগঞ্জ এলাকায় দূরপাল্লার বাস চলাচলে বাধার সৃষ্টি করতে চায় আন্দোলনে সংশ্লিষ্টরা। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ধর্মঘটের কারণে পৌর বাস টার্মিনাল ও মেড্ডা বাস স্ট্যান্ড থেকে কোনো যাত্রীবাহী লোকাল বাস ছেড়ে যায়নি। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যনমশ এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল-বিশ্বরোড থেকে কসবার কুটি চৌমুহনী পর্যন্ত ফোর স্ট্রোক থ্রি হুইলার, লেগুনা, সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটি চলাচল বন্ধসহ ৬ দফা দাবিতে এ ধর্মঘট চলছে।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. অহিদ মিয়া বলেন, পূর্ব ঘোষণা অনুয়ায়ী সকাল থেকে আমাদের পরিবহন ধর্মঘট চলছে। ৬ দফা দাবি মেনে নেয়া না পর্যন্ত এ কর্মসূচি চলবে।
এর আগে গত সোমবার রাতে শহরের মেড্ডা বাসষ্ট্যান্ডে সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক জরুরী সভা থেকে গতকাল মঙ্গলবার ভোর ৬ টা থেকে ধর্মঘটের ডাক দেয়া হয়। জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ অহিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্দোলন কর্মসূচীর ঘোষণা করেন জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া। এসময় উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মোঃ আবুল বাশার, মোঃ নিয়ামত খান, মোঃ আব্দুল আউয়াল, মোঃ ফায়েজ খান, মোঃ নুরুল হুদা নান্টু, মোঃ আবুল হোসেন, মোঃ মঞ্জুরুল আলম, মোঃ সেলিম মিয়া, মোঃ আনিছুর রহমান চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।