বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেলদুয়ার (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইল-পাকুটিয়া সড়কের সেহরাতৈল নামক স্থানে বেইলি ব্রিজ ভেঙ্গে মালবাহী ট্রাক পানিতে ডুবে গেছে। এরপর থেকে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয়রা চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, চট্টগ্রাম থেকে একটি ট্রাক যানজট এড়াতে দেলদুয়ার হয়ে টাঙ্গাইল যাচ্ছিল। ট্রাকের মধ্যে ৩৫ টন ইউরিয়া সার ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক উদ্ধারে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় ট্রাকের চালক ওমর আহমেদ ও হেলপার আবু বকর আহত হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৪ জুলাই শুক্রবার একই সড়কে দেলদুয়ারের চড়পাড়া নামক স্থানে এলাংজানি নদীর উপর নির্মিত ব্রিজটি ভেঙ্গে পড়ায় দক্ষিণ টাঙ্গাইলের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ওই দিন একটি বাস ব্রিজটি পাড় হওয়ার সময় ব্রিজটির একাংশ ডেবে যায়। তবে এ ঘটনায়ও কোনো ধরনের হতাহত হয়নি।
দুটি ব্রিজটি অকেজো হওয়ায় দক্ষিণ টাঙ্গাইল ও মানিকগঞ্জের সাথে টাঙ্গাইল সদর থেকে দক্ষিণ টাঙ্গাইলসহ মানিকগঞ্জের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাড়ে শত শত যানবাহন আটকা পড়ে আছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়িছে স্থানীয় প্রশাসন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।