Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিলেন অমিতাভ রেজা

| প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন আয়নাবাজি খ্যাত চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এবং টেলিভিশন বিভাগে তিনি যোগ দিয়েছেন। অমিতাভ রেজা জানান, আমি গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এবং টেলিভিশন বিভাগে পার্ট টাইম শিক্ষক (অ্যাডজান্ট ফ্যাকাল্টি) হিসেবে যোগ দিয়েছি। আমার কর্মজীবনের অভিজ্ঞতা থেকে টেলিভিশন ও চলচ্চিত্রের শিক্ষার্থীদের নতুন কিছু শেখানোর চেষ্টা করবো। এদিকে আয়নাবাজির পর আবারো নতুন চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা। রিকশা গার্ল নামে নতুন একটি সিনেমা নির্মাণ করার পরিকল্পনা আছে তার। ভারতীয় বংশোদ্ভ‚ত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর উপন্যাস রিকশা গার্ল অবলম্বনে তিনি সিনেমাটি নির্মাণ করবেন। উপন্যাসটির ছায়া অবলম্বনে চিত্রনাট্য লিখছেন শর্বরী জোহরা আহমেদ। প্রযোজনা করবেন মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস। এতে দেশের অভিনয় শিল্পীর পাশাপাশি অন্য দেশের কয়েকজন শিল্পীও থাকতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ