রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাঁচবিবি উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরসভার ১নং ওয়ার্ডের হরিহরপুর আবাসিক এলাকায় মুরগির খামার বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না গ্রামবাসী।
জানা যায়, পাঁচবিবি পৌর এলকার হরিহরপুর গ্রামে আবুল হোসেনের ছেলে মামুন হোসেন লেয়ার মুরগির খামার গড়ে তোলেন। এলাকার লোকজন বাধা দিলেও তিনি কর্নপাত করেননি। দুই হাজার মুরগির ধারণ ক্ষমতা সম্পন্ন খামারটির দুর্গন্ধে নাকাল গ্রামবাসী। রাত-বিরাতে মুরগির চিৎকারে শিক্ষার্থীদের লেখা পড়ার বিঘœ ঘটে। উচ্চ রক্তচাপের রোগী, বৃদ্ধসহ সকল বয়সী মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে। মুরগির খামারের ময়লা উড়ে এসে পাশবর্তী বাড়ি ঘর ও খাবারে পড়ে। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হরিহরপুর গ্রামের আমজাদ হোসেন বলেন, খামারের মালিক মামুন হোসেন খামার বন্ধ করার কথা বলে কাল ক্ষেপন করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলে তিনি উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, আমি খামারটি বন্ধ করার নির্দেশ দিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।