রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দ্বিতীয়বারের মতো শিক্ষাপদক সম্মাননা পেলেন দক্ষিণ-পূর্ব বাংলার শ্রেষ্ঠ নারী শিক্ষা বিদ্যাপীঠ কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহল আমিন ভূইয়া। ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের উদ্যোগে গত রোববার ঢাকার সেগুনবাগিচায় প্রফসর আক্তার ইমাম অডিটরিয়ামে মানবাধিকার শান্তি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি সিকদার মকবুল হক ওই সম্মাননা প্রফেসর মো. রুহুল আমিন ভূইয়ার হাতে তুলে দেন। ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটসের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক রেজাউল করিম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, পুলিশের সাবেক ডিআইজি আনোয়ার হোসেন।
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রুহুল আমিন ভূইয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ মাহিনী গ্রামে জন্মগ্রহন করেন। মো. রুহুল আমিন ভূইয়া আয়কর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮৮ সালে তিনি ফেনীর ফুলগাজী সরকারি কলেজের প্রভাষক হিসেবে শিক্ষকতা চাকরি শুরু করেন। পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, চট্টগ্রামের হাজী মুহগাম্মদ মহসীন কলেজ, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ, নোয়াখালীর চৌমুহনী সরকারি এসএ কলেজে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। তিনি কুমিল্লা শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বেও ছিলেন। কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের অধ্যক্ষ পদে প্রায় ছয় বছর দায়িত্ব পালনের পর ২০১৬ সালের ২৯ ডিসেম্বর থেকে কুমিল্লা সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন। ইতিপূর্বে প্রফেসর রুহুল আমিন ভূইয়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরেবাংলা একে ফজলুল হক শিক্ষাপদকের সম্মাননা লাভ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।