Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১:৪১ পিএম

মানিকগঞ্জের হরিরামপুরে আব্দুর রাজ্জাক নামের এক নৌকার মাঝিকে হত্যা মামলায় তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই রায় দেন জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্তরা হলেন- মনিরুল ইসলাম, রাসেল মোল্লা ও কার্তিক হাওলাদার। এদের বাড়ি ফরিদপুর ও পাবনা জেলায়। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

মামলায় রাষ্ট্র-পক্ষে কৌশলী ছিলেন আব্দুস সালাম। অন্যদিকে আসামিপক্ষের কৌশলী ছিলেন শিপ্রা রানী সাহা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ অক্টোবর নৌকার মাঝি আব্দুর রাজ্জাককে তার ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে ওই তিন আসামি। পরে ওই তিনজন নৌকার মাঝিকে খুন করে নৌকা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে হরিরামপুর থানায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ