Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১:২৭ পিএম

মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধসহ ছয় দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এ ধর্মঘট আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়।

ছয় দফা দাবির মধ্য রয়েছে ভাঙচুরের বিরুদ্ধে বাস মালিকদের করা মামলার আসামিদের গ্রেপ্তার, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ।

এ দিকে সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড এলাকায় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে। তারা ঢাকা সিলেট রুটে যাতায়াতকারী বাস ও কোচ আটকে দিচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন এ পথে যাতায়াতকারী যাত্রীরা।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান চৌধুরী জানান, আমাদের দাবি আদায় না হওয়া ধর্মঘট চলবে।

সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউসূফ মিয়া বলেন, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ