Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনশনকারী চার শিক্ষার্থীর গুরুতর অসুস্থ

জাবিতে শিক্ষার্থীদের বিচারের দাবিতে শিক্ষকদের মিছিল

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


জাবি সংবাদদাতা : শিক্ষক লাঞ্ছনা ও উপাচার্যের বাসভবন ভাঙ্গচুরকারী শিক্ষার্থীদের বিচারের দাবিতে মৌন মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’।
গতকাল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নতুন কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়।
ঘটনার ৫০দিন অতিবাহিত হওয়ার পর আওয়ামীপন্থী শিক্ষকদের এ মিছিল নিয়ে ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। আর মিছিলে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে ছিলেন ঘটনার তদন্ত কমিটির সদস্য, সিন্ডিকেট সদস্য এবং ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক। যা ঘটনার তদন্তকে প্রভাবিত করতে পারে বলে মনে করছে শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক শিক্ষার্থীদের বিরুদ্ধে মিছিল করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষকদের এ মিছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যানারের নিচের দিকে ব্যাবহার করায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দা জানিয়ে প্রশ্ন করেন, ‘নিজেদের স্বার্থ হাসিলের জন্য বঙ্গবন্ধুর ছবি আর কত নিচে নামাবেন?’
শিক্ষকদের মিছিলের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের আহবায়ক অধ্যাপক নাসিমা আখতার হোসাইন বলেন, ‘আমরা বলেছিলাম এ তদন্তকারীদের দিয়ে সঠিক তদন্ত হতে পারেনা। তা আজ মিছিলের মাধ্যমে স্পষ্ট হলো। ঘটনার তদন্তকারী শিক্ষকরাই যদি শিক্ষার্থীদের বিরুদ্ধে মিছিল করে তাহলে সে তদন্ত কোনভাবেই নিরপেক্ষ হতে পারেনা।’
এদিকে ৫৬ শিক্ষার্থীর নামে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের করা মামলা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থী। আগের চার অনশনকারী শিক্ষার্থীর সঙ্গে সংহতি জানিয়ে আরো চার শিক্ষার্থী অনশনে যোগ দিয়েছেন। অনশনকারী প্রথম চার শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত চিকিৎসক।
অনশনকারী আট শিক্ষার্থী হলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০তম ব্যাচের পূজা বিশ্বাস, ইংরেজি বিভাগের ৪২তম ব্যাচের সর্দার জাহিদ ও তাহমিনা জাহান তুলি, বাংলা বিভাগের ৪২তম ব্যাচের নাইমুল আলম মিশু, দর্শন বিভাগের ৪৫ ব্যাচের ফয়সাল আহমেদ রুদ্র, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের তাসনুভা তাজিন ইভা, নৃবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের রাতুল খালেদ।
এদিকে শিক্ষার্থীরা অনশনে বসলে রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরী সিন্ডিকেট সভা ডাকে। সিন্ডিকেট সভা শেষে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় বিচারাধীন ও তদন্তাধীন বিষয়কে প্রভাবিত করা অনাকাঙ্কিত ও অযৌক্তিক। তাই এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থেকে অনশন প্রত্যাহারের আহবান করা হয় শিক্ষার্থীদেরকে। কিন্তু শিক্ষার্থীরা শহীদ মিনারের পাদদেশে তাদের আমরণ অনশন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ