বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর গেন্ডারিয়া থানার শরৎগুপ্ত রোডের ৩৮ নম্বরে অবস্থিত সাংবাদিক, সাহিত্যসেবী ও বেগম পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের বাড়িটি নাসির উদ্দিন স্মৃতি ভবন› নামে হেরিটেজ হিসেবে সংরক্ষণের জন্য রিট আবেদন করেছেন এক আইনজীবী। গতকাল সোমবার নাসির উদ্দিনের নাতনি ফ্লোরা নাসরিন খানের পক্ষে ড. ইউনুছ আলী আকন্দ এই রিট করেন।
এর আগে গত ১২ জুলাই বহুল নাসির উদ্দিন ভবনটি হেরিটেজ হিসেবে সংরক্ষণের জন্য একটি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করা হবে বলে জানানো হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সচিব, প্রত্মতত্ত¡ বিভাগের মহাপরিচালক, বাংলাদেশ পুলিশের মহাপরিচালকসহ মোট নয়জনকে ওই নোটিশের অনুলিপি পাঠানো হয়।
আরও বলা হয়, এই নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সংবিধানের ২৪/৩১ অনুচ্ছেদ অনুযায়ী ক্লায়েন্টের সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, তার মা বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম এবং বাবা শিশু সাহিত্যিক সংগঠন কঁচিকাঁচা মেলার প্রতিষ্ঠাতা পরিচালক রোকনুজ্জামান দাদা ভাইয়ের বাসস্থান ৩৮ শরৎগুপ্ত রোড, নারিন্দার ওই বাড়িটিকে হেরিটেজ হিসেবে সরকারিভাবে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট পিটিশন দায়ের করা হবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের কোনো জবাব না পাওয়ায় রিট করা হয় বলে জানান ওই আইনজীবী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।