Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে সোনার বারসহ ফের বাংলাদেশী আটক

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় ফের সোয়া ১ কেজি সোনার বার সহ সেলিম হাওলাদার (৩৮) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা। আটক সেলিম মুন্সীগঞ্জ জেলার টুংগীবাড়ি থানার বলয় গ্রামেরশামসুল হকের ছেলে।
বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের ডেপুটি কমিশনার মো: আব্দুস সাদেক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম নোম্যান্সল্যান্ড এলাকায় ভারতগামী পাসপোর্ট যাত্রী সেলিমকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে দেহে ফিটিং অবস্থায় সোয়া ১ কেজি ওজনের ৬টি সোনার বার জব্দ করা হয়। গত রোববার সকালে একজন মহিলা পাসপোর্ট যাত্রীর দেহ তল্লাশী করে ৩ কেজি সোনার বার সহ তাকে আটক করা হয়। আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। আটক সেলিমকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ