Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশি লিভার ট্রান্সপ্লান্ট রোগীদের জন্য দিল্লির

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ম্যাক্স হাসপাতালে বিশেষ চিকিৎসাসেবা
স্টাফ রিপোর্টার : বিশ্ববিখ্যাত ম্যাক্স হেলথকেয়ার হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য বিশেষ চিকিৎসা কার্যক্রম চালু করেছে। সম্প্রতি ডাক্তার সুভাস গুপ্ত’র নেতৃত্বে এই হাসপাতালের একটি বিশেষজ্ঞ চিকিৎক দল ঢাকা সফর করে এ তথ্য জানিয়েছেন। এ সময় ডা. গুপ্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ের সময় তার সাথে ছিলেন বাংলাদেশের প্রথম সফল যকৃত প্রতিস্থাপনকারী (লিভার ট্রান্সপ্লান্ট) চিকিৎসক ও বারডেম হাসপাতালের হেপাটো-বিলিয়ারি-প্যানক্রিয়েটিক সার্জারি বিভাগের প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলী। ডাক্তার মোহাম্মদ আলী বলেন, ভারতীয় উপমহাদেশে লীভার সিরোসিসে আক্রান্ত রোগীদের কাছে ডাক্তার গুপ্ত একজন দেবতুল্য চিকিৎসক। রোগীরা মনে করেন-তাঁর হাতের ছোঁয়ায় নতুন জীবন ফিরে পাওয়া যায়। ২০১০ সালে বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট (যকৃত প্রতিস্থাপন) এর সময় ডাক্তার গুপ্ত বিশেষ ভূমিকা পালন করেন। এদেশে লিভার ট্রান্সপ্লান্ট (যকৃত প্রতিস্থাপন) এর পেছনে ডাক্তার সুভাস গুপ্ত অনবদ্য ভূমিকা রেখেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ