Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। এর ফলে শুক্র ও শনিবার অফিস করতে হবে তাদের। গতকাল সোমবার বিকালে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় ইনকিলাবকে এ তথ্য জানান।
উত্তম কুমার রায় বলেন, স¤প্রতি নগরজুড়ে চিকুনগুনিয়া রোগ বেড়ে যাওয়ায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে রোগটি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেন। এ জন্য প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে সব কর্মকর্তা-কর্মচারীর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ