বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : কমডোর আনিছুর রহমান মোল্লা, (এল), এনইউপি, পিএসসি, বিএন খুলনা শিপইয়ার্ডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেব যোগদান করেছেন। তিনি জানুয়ারী ১৯৮৫ সালে নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করে ০১ জুলাই ১৯৮৭ সােল কমিশন লাভ কেরন। তিনি বাংলাদেশ নেভাল একাডেমি হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়র আওতায় স্নাতক ডিগ্রী গ্রহণ করেন। পের বাংলাদেশ প্রকৌশল বিশ¡বিদ্যালয় হেত ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও ক¤িপউটার বিষেয় পুনরায় স্নাতক ডিগ্রী গ্রহণ করেন। তিনি ভারত হতে ইলেকট্রিক্যাল, ইেলকট্রনিক্স ও ওয়েপন ইঞ্জিনিয়ারিং এর উপর স্নাতকেত্তার সমতুল্য স্পেশালাইেজশন সনদ গ্রহণ কেরন। তাছাড়াও, তিনি দেশে ও ব্লিদেেশ অন্যান্য পেশাগত কোর্স ও বাংলাদেশ নেভাল একােডমী হতে জুনিয়র স্টাফ কোর্স স¤পন্ন করেন।
কমডোর আনিছুর রহমান একজন মিরপুরীয়ান এবং জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ডিফেন্স স্ট্যাডিেত মাস্টার ডিগ্রীপ্রাপ্ত। তিনি বাংলাদেশ নেভাল একাডেমী ও স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার এ্যান্ড ট্যাকটিক্্স-এ প্রশিক্ষক হিসাবে এবং বাংলােদশ নৌ বাহিনীর বিভিন্ন যুদ্ধ জাহাজে ইলেকট্রিক্যাল ও ওয়েপন ইঞ্জিনিয়ার কর্মকর্তা হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ মিশন ওয়েস্টান সাহারােত এক বছর মিলিটারি অবজারভারের দায়িত্ব পালন কেরন।
কমোডর আনিসুর রহমান এর আগে খুলনা শিপইয়ার্ডে জেনারেল ম্যানেজার এ্যাডমিন, প্রোডাকশন ও ডিজাইনিং এন্ড প্লানিং-এর দায়িত¦ পালন করেন। এছাড়াও েদশের মাটিেত প্রথম যুদ্ধ জাহাজ নির্মাণের প্রজেক্ট অফিসার হিসােব খুলনা শিপইয়ার্ডে ব্লিশেষ দায়িত¦ পালন কেরন। বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্তনাধীন ডিইডব্লিউ - নারায়ণগঞ্জে তিনি েজনারেল ম্যানেজারÑএ্যাডমিন হিসােবও কর্মরত ছিলেন।
খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহনের কমোডর আনিসুর রহমান নৌ সদর দপ্তরে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কমডোর আনিছুর রহমান মোল্লা, (এল), এনইউপি, পিএসসি, বিএন বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।