Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক বাপ্পির বাসায় চুরি

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বহুল প্রচারিত দৈনিক ইনকিলাবের ক্রীড়া সাংবাদিক ইমামুল হাবীবের (বাপ্পি) বাসায় এক দুর্ধর্ষ চুরি হয়েছে। গত রোববার সন্ধ্যায় বাসার তালা ভেঙ্গে নগদ টাকা ও সোনার গহনাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় রাজধানীর শাহআলী থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ লুন্টিত মালামাল উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি। সাংবাদিক বাপ্পি জানান, তিনি ও তার বন্ধু রানা একই সাথে এক ফ্লাটে থাকেন।
অন্য দিনের ন্যায় গত রোববার সন্ধ্যার পর বাসায় ফেরেন রানা। মিরপুর ১ নং সেকশনের ৪ নং রোডের ৬ নং বাসার ষষ্ঠ তলাস্থ নিজ ভাড়া বাসার ফ্ল্যাট গেটের সামনে এসেই তার আক্কেল গুড়–ম হওয়ার দশা। গেটের তালা খোলা ও ভিতরের লাইট নিভানো। বাসার অপর বাসিন্দা ও তার দীর্ঘ দিনের বন্ধু ইমামুল হাবীব (বাপ্পি) তখন তার কর্মস্থলে। রুমের মধ্যে ঢুকতেই দেখেন ভাঙ্গা ওয়ার ড্রব ও বিছানার উপর ছড়ানো ছিটানো জামাকাপড়। দেরি না করে সঙ্গে সঙ্গে বাসা মালিককে ডেকে নিয়ে এসে ঘটনা সম্পর্কে অবিহিত করেন তিনি। ঘটনাটি তখনই নিকটস্থ শাহ আলী থানার দায়ীত্বরত কর্মকর্তা গোলাম মোর্তজাকে জানালে তখনই ঘটনাস্থল পরিদর্শন করেন শাহ আলী থানার পুলিশ। ঘটনায় প্রায় ২৭ হাজার নগদ টাকা, শাড়ি-স্বর্ণালংকার সহ মোট প্রায় তিন লক্ষাধীক টাকার মালামাল খোয়া যায়।
দুই মাসও হয়নি বিয়ে করেছেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগে কর্মরত রানা। এরই মধ্যে ঘটে গেল এমন অপ্রত্যাশিত ঘটনা। উল্লেখ্য, বিল্ডিংটির নাজুক নিরাপত্তা ব্যাবস্থা, পানি নিয়ে অন্যান্য ভাড়াটিয়ার সাথে বাসা মালিকের নিত্য গোলোযোগের কারণে এই মাসেই বাড়ি ছাড়ার ঘোষণা দেন তারা। এর কিছুদিনের মাথায় এমন অপ্রত্যাশিত ঘটনায় বিষ্মিত অন্য ফ্ল্যাটের বাসিন্দারাও। আরো উল্লেখ্য যে, ঐদিনই বাড়িওয়ালাকে বকেয়া পাওনা মেটানোর কথা ছিল রানার। বাড়িওয়ালার সাথে কথা বলে ব্যাপারটা নিশ্চিত করেছেন ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ