Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ফেডারেল ইনস্যুরেন্সের ২৯তম বার্ষিক সাধারণ সভা

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানীর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাকরাইলের আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে কোম্পানীর চেয়ারম্যান এনামুল হক এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী কমিটির চেয়ারম্যান ছবিরুল হক, বীমা দাবী কমিটির চেয়ারম্যান মো. আবদুল খালেক, অডিট কমিটির চেয়ারম্যান মো. দিদারুল আনোয়ার, পরিচালক জয়নুল আবেদীন জামাল, বেগম খাদিজাতুল আনোয়ার, মোরশেদুল শফি, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, মোহাম্মদ আনিসুল হক, রাশেদা বেগম, রোকন উদ্দিন চৌধুরী, নিরপেক্ষ পরিচালক জামাল আবদুল নাছের চৌধুরী এবং ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সদরউদ্দিনসহ কোম্পানীর অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কোম্পানীর ২০১৬ সালের বার্ষিক হিসাব অনুমোদন করা হয় এবং ৫শতাংশ স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) অনুমোদন দেয়া হয়। শেয়ারহোল্ডাররা বীমা শিল্পে তীব্র প্রতিযোগিতা সত্তে¡ও কোম্পানীর পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন। পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্যে এস এম পারভেজ আলম, হাসিনা বেগম ও তানভির নাওয়াজ পরিচালক নির্বাচিত হন। সভা সঞ্চালন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানী সেক্রেটারী শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ