Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরুতে কপর্দকশূন্য ছিলেন জর্জ লুকাস

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

জর্জ লুকাস বর্তমান বিশ্বের সবচেয়ে সফল চলচ্চিত্র নির্মাতাদের একজন। ‘স্টার ওয়ার্স’ আর ‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজগুলো ছাড়াও বেশ কিছু চলচ্চিত্রের ব্যাপক সাফল্য তাকে সবচেয়ে ধনবান এন্টারটেইনার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রায় ৫ বিলিয়ন ডলারের মালিক এই নির্মাতা জানিয়েছেন শুরুতে তিনি কপর্দকশূন্য ছিলেন।
তার অটোগ্রাফ সংগ্রহ করে তা বিক্রি করে অর্থোপার্জনে আগ্রহী কিছু মানুষকে উদ্দেশ্য করে তিনি জানান, তাদের কাজ খোঁজা উচিত কারণ তিনিও শুরুতে কপর্দকশূন্য ছিলেন।
নিউ ইয়র্কে অটোগ্রাফ শিকারিরা লুকাসকে ঘিরে ধরলে তিনি তাদের জীবন যাপনের জন্য সৎ পন্থা অবলম্বন করতে পরামর্শ দেন।
“আপনারা কি জানের কেন আমার প্রচুর অর্থ আছে অথচ আপনাদের নেই? আমি অটোগ্রাফ সংগ্রহের বদলে চলচ্চিত্র নির্মাণে মন দিয়েছিলাম,” লুকাস বলেন।
একজন শিকারি ‘আমি তো চলচ্চিত্র নির্মাণ করতে পারি না’ বললে তিনি বলেন, “আমি আপনার মতোই শুরু করেছিলাম। শুরুতে আমি কপর্দকশূন্য ছিলাম।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ