Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই -মসিউর রহমান রাঙ্গা

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মোহাঃ ইনামুল হক মাজেদী, গঙ্গাচড়া (রংপুর) থেকে : ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হলে খেলাধুলার বিকল্প নেই। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ তথা দেশ গড়তে ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এজন্য প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে খেলাধুলা চালু করেছেন। বর্তমান সরকারের আমলে প্রতিটি উপজেলায় নির্মাণ করা হচ্ছে মিনি স্টেডিয়াম। গতকাল রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ মসিউর রহমান রাঙ্গা এম.পি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাবা মায়ের মত শিক্ষকদেরকেও সম্মান করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফসিউল আলম দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. নাজমিন নাহার, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব সামসুল আলম, উপজেলা শিক্ষা অফিসার আকতারী পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু রেজা মোঃ শামসুল কবীর মুকুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর আতিয়ার রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁনসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। উপজেলার ১০টি ইউনিয়নের ১০টি বালক দল ও ১০টি বালিকা দল খেলায় অংশগ্রহণ করে। খেলা উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী হাজী কল্যাণ সংস্থায় হাজীগণের সঙ্গে মতবিনিময় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ