Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোল গোডাউনে আগুন ১০ লাখ টাকার মালামাল ভস্মিভূত

| প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : পূর্ব শত্রæতার জের ধরে বেনাপোলে নারায়নপুর বিশ্বাসবাড়ীর একটি গোডাউনে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ১০ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মিভ’ত হয়েছে। প্রাইভেট কার, মটর, জেনারেটর, মসজিদের সোলার প্যানেল ও আসবাপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছায় হয়ে গেছে। পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীরা।
বেনাপোল ফায়ার স্টেশন ইনচার্জ কওসার আলী ও সাইদুর রহমান তুহিন বিশ্বাস জানান রোববার ভোর রাতে বেনাপোল এর নারানপুর বিশ্বাস বাড়ীর একটি গোডাউনের তালা ভেঙে আগুন লাগিয়ে দেয় কতিপয় দুবৃত্তরা। আগুনে লেলিহান শিখা দাউ দাউ করে জলে উঠলে স্থাণীয়রা ঘটনাস্থলে এসে ফায়ার কর্মীদের খবর দেয়। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার কর্মীরা। গোডাউনে রক্ষিত প্রায় ১০লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে বলে জানান তারা।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানা একটি সাধারন ডায়েরী করা হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ