বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : যশোরে ঝিকরগাছায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলামের বাড়িতে বোমা হামলা ও গুলী করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। রোববার বেলা দেড়টার দিকে যোহর নামাজের সময় ওই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় যশোর-বেনাপোল আন্তর্জাতিক সড়কে কিছু সময়ের জন্যে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কিত ব্যবসায়ীরা বাজারে তাদের দোকানপাট বন্ধ করে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্থানীয় মসজিদে নামাজের জন্য মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছিলেন, সে সময় যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা সোহাগ পরিবহন কাউন্টারের পাশের ঝিকরগাছা আওয়ামী লীগের নেতা মনিরুল ইসলামের বাড়িতে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। পর পর ৮টি বোমা এবং ৫ রাউন্ড গুলির বিকট শব্দে কেঁপে উঠে পুরো বাসস্ট্যান্ড এলাকা। এ সময় আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করেন মসজিদে অবস্থানরত মুসল্লিসহ সাধারণ মানুষ। মুহুর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় গোটা ওই এলাকা। বন্ধ হয়ে যায় যশোর-বেনাপোল সড়কটি। বাজারের লোকজন দোকানপাট বন্ধ করে নিরাপদে আশ্রয় নেন। ঘটনার সময় পুলিশ অবস্থান করলেও কাউকে আটক করতে পারেনি। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই ব্যাপারে মনিরুল ইসলাম জানিয়েছেন, তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না। সন্ত্রাসী ইলিয়াস, রিংকু, আজাদ, অর্ণব, পালসার বাবু, হবি চৌধুরীসহ বেশ ক›জন দুপুরে তার বাড়িতে হামলা করে। সন্ত্রাসীরা তার বাড়ি ঘিরে দফায় দফায় বোমা এবং ৫/৬ রাউন্ড গুলি ছোঁড়ে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আবু সালেহ মাসুদ করিম জানান, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামের বাড়িতে বোমা হামলা অভ্যন্তরীণ কোন্দলের জের। ঘটনার পর এলাকায় পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।