Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের ধরা ছোঁয়ার বাইরে খুনিরা

ঠাকুরগাঁওয়ে নেতা খুন

| প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদাতা : ঠাকুরগাঁও সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের অর্থ বিষয় সম্পাদক আব্দুল মান্নান যুবলীগ নেতা সজিব দত্ত ও শান্ত’র ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হয়েছে বলে প্রত্যক্ষদর্শী হামলায় আহত জুম্মন জানিয়েছেন। ঘটনায় ৫ দিনেও প্রকৃত খুনিদের পুলিশ গ্রেফতার করতে পারেনি।
খুনিদের গ্রেফতার না করায় সঠিক বিচার নিয়ে হতাশায় রয়েছেন নিহতের পরিবার। খুনিদের দ্রæত গ্রেফতার ও শাস্থির দাবিতে পোস্টারিং করেছে এলাকাবাসি।
প্রকৃত খুনিদের দ্রæত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো। সেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মান্নানের বড় ভাই আবু আলী বাদী হয়ে ১৩ ই জুলাই বৃহস্পতিবার যুবলীগ নেতা সজিব দত্ত ও শান্ত সহ অজ্ঞাত ৪ জনকে আসামী করে ঠাকুরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার বাদী আবু আলী জানান, পুলিশ কি কারনে ঘাতকদের আটক করছে না আমরা বুঝতে পারছি না। মামলাটি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য একটি মহল পায়তারা করছে। পুলিশ সুপার ফারহাত আহম্মেদ বলছেন, খুনের সাথে সরাসরি জড়িতদের আমরা চিহ্নিত করেছি। তাদের গ্রেফতারের জন্য বিভিন্ন প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। খুব দ্রæতই তাদেরকে আটক করতে সক্ষম হবো।
এদিকে, খুনের সঙ্গে জড়িতের অভিযুক্ত যুবলীগ নেতা সজীব দত্তের বড় ভাই জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরও পলাতক। সমীর দত্তের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ