Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কে হচ্ছেন চৌদ্দগ্রামে ২০ দলীয় জোটের প্রার্থী

| প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মোঃ আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম থেকে : সংবিধান অনুযায়ী ২০১৯ সালের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসেব ইতোমধ্যে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী তোড়জোড় শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে দেশের রাজনৈতিক কোন পট পরিবর্তন না হলে নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে নির্বাচন। দেশের বিভিন্ন আসনগুলোতে প্রধান দুই রাজনৈতিক জোটের প্রার্থীরা ইতোমধ্যে বিভিন্ন সভা-সমাবেশ করে জানান দিচ্ছে। তারই অংশ হিসেবে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক ও ভৌগলিক অবস্থানের দিক থেকে আসনটি অতিব গুরুত্বপুর্ণ। ১৯৯৬ সালের পর থেকে এ আসনটিকে লক্ষী আসন হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ- এ আসন থেকে যে দলের প্রার্থী জয়লাভ করে তারাই ক্ষমতার মসনদে বসে। ইতোপূর্বে কয়েকটি নির্বাচনে এ চিত্র ফুটে উঠেছে।
আ’লীগ নেতৃত্বাধীন জোটের শরিকদলগুলো চৌদ্দগ্রাম আসনে সক্রিয় না থাকায় তাদের প্রার্থী চুড়ান্ত। কিন্তু গুঞ্জন শুরু হয়েছে কে হচ্ছেন চৌদ্দগ্রাম আসনে ২০ দলীয় জোটের প্রার্থী। জোটের হেভিয়েট প্রার্থী হিসেবে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি ডাঃ তাহের। তবে ২০ দলীয় জোটের শরিক দল জামায়াতে ইসলামের নিবন্ধন ও দলীয় প্রতীক না থাকায় এ গুঞ্জন আরও জোরালো হচ্ছে। তবে যেভাবেই হোক জামায়াত চৌদ্দগ্রাম থেকে নির্বাচন করবে বলে দলীয় সূত্রে জানা গেছে। ২০১৪ সালে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ জাতীয় পার্টি(জাফর) প্রতিষ্ঠা করে ২০ দলীয় জোটের অর্ন্তভুক্ত হন। সে সময় তিনি জোটের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। ২০১৫ সালের ২৭ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। দলের হাল ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী। শোনা যাচ্ছে সাবেক এই প্রধামন্ত্রীর প্রতি শ্রদ্ধা দেখিয়ে তার পরিবারকে এ আসনটি উপহার হিসেবে দিতে চাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে হিসেবে গুঞ্জন শুরু হয়েছে নির্বাচনের লড়াইতে নামতে পারেন কাজী জাফরের বড় মেয়ে কাজী জয়া আহমেদ। অন্যদিকে মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। ইতোপূর্বে তিনি উপজেলা চেয়ারম্যান পদে দুইটি নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেছেন। বিএনপির উপজেলা পর্যায়ের আর কোন নেতা এসব নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেননি। এ আসন থেকে নমিনেশন পেতে তিনি ইতোপূর্বে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও ২০ দলীয় জোটের নমিনেশন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাজী জাফর পরিবারের আরেক সদস্য জাইকার দক্ষিণ এশিয়ার প্রধান উপদেষ্টা কাজী মহিউদ্দিন দুলাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ