Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গেস্ট ইন লন্ডন

| প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

আরিয়ান (কার্তিক আরিয়ান) যুক্তরাজ্য প্রবাসী এক ভারতীয় তরুণ। নাগরিকত্ব পাবার জন্য সে তার বান্ধবী আনায়ার (কৃতি খারবান্দা) সঙ্গে নকল বিয়ের পরিকল্পনা করে। সেই বিয়ের ১০ দিন আগে ভারতে বসবাসকারী তার এক দূর সম্পর্কের আত্মীয়ের পড়শি গাগ্গা চাচা আর গুড্ডি চাচী তার অফিসে এসে উপস্থিত হয়। নিজের অনিচ্ছায় আরিয়ান তাদের তার বাসায় নিয়ে আসে। আরিয়ান আর আনায়া বাস্তবে এই অনাহুত অতিথিদের মেনে নিতে পারছিল না, কিন্তু তাদের বিয়েতে তো সাক্ষী দরকার। তারা অতিথি দুজনকে নকল বিয়েতে লন্ডনে তাদের একমাত্র আত্মীয় হিসেবে উপস্থাপন করে। তাই এই নতুন চাচা আর চাচীর সব অসহ্য আচরণ সহ্য করে নিতে থাকে। তাদের আচরণ স্নেহ-ভালবাসায় পরিপূর্ণ হলেও তাদের জন্য তা বাড়তি ঝামেলায় পরিণত হয়। কিন্তু একসময় তাদের সহ্যের বাধ ভেঙে যায়। শেষ পর্যন্ত আরিয়ান আর আনায়া কি তাদের বের করে দেবে। তাদের আসল পরিচয় কী? কেনই বা তারা নাইন-ইলেভেনের খবর আছে এমন সংবাদপত্র রেখেছে তাদের কাছে?

হলিউড শীর্ষ পাঁচ
১। স্পাইডার-ম্যান : হোমকামিং
২। ডেস্পিকেবল মি থ্রি
৩। বেবি ড্রাইভার
৪। ওয়ান্ডার উওম্যান
৫। ট্রান্সফর্মার্স : দ্য লাস্ট নাইট

বলিউড শীর্ষ পাঁচ
১। মম্
২। গেস্ট ইন লন্ডন
৩। টিউবলাইট
৪। ব্যাংক চোর
৫। ফুল্লু



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ